বলিউডের দুই সুপরিচিত তারকা অভিনেতা সালমান খান ও গায়ক অরিজিৎ সিং দীর্ঘ ৯ বছরের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়েছেন। সম্প্রতি ‘বিগ বস’-এর ১৯তম আসরে সালমান নিজেই স্বীকার করেছেন যে, এই দ্বন্দ্বের দায় তাঁর নিজের।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অনুষ্ঠান চলাকালীন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ সিং। এক পর্যায়ে কমেডিয়ান রবি গুপ্তা পূর্ববর্তী বিরোধের প্রসঙ্গ উত্থাপন করেন। এ সময় সালমান বলেন, “অরিজিৎ আর আমি ভালো বন্ধু। ওটা এক ভুল বোঝাবুঝি ছিল, আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। এরপরও সে আমার জন্য গান করেছে, ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য এবং এখন ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার জন্যও গান করছে।”
২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। অরিজিৎ তখন নতুন ছিলেন এবং একটি গানের সম্পাদনার কাজ শেষে মুম্বাই পৌঁছান। মঞ্চে পায়ে চপ্পল, ঘুম চোখে উপস্থিত হওয়ায় সালমান প্রশ্ন করেন, “ঘুমিয়ে গিয়েছিলে?” জবাবে অরিজিৎ হালকাভাবে বলেন, “কী করব, আপনারা ঘুম পাড়িয়ে দিলেন।” সালমান এটি সহজভাবে নেননি এবং অসম্মানিত বোধ করেন।
পরবর্তীতে অরিজিৎ ক্ষমা চেয়েছিলেন, তবে সম্পর্ক মেলেনি। অবশেষে ২০২৩ সালের ৪ অক্টোবর সালমান খানের বাড়িতে গিয়ে দেখা করেন অরিজিৎ। এ সময় সালমান নিজের ভুল স্বীকার করে দ্বন্দ্বের চূড়ান্ত ইতি টানেন।