অস্ত্রসহ পুলিশকে হত্যাচেষ্টা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ জন নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত পুলিশের দাখিল করা ‘অভিযোগ প্রমাণিত হয়নি’ উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পর এই আদেশ দেন। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, কফিল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, শামসুদ্দিন দিদার, নিপুন রায়, রফিকুল ইসলাম মনজু এবং ছাত্রদল নেতা জহির উদ্দিন তুহিনসহ অনেকে।
মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী জানান, তদন্তে আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় পুলিশ অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন জমা দেয়। আদালত তা গ্রহণ করে সকল আসামিকে মামলার দায় থেকে মুক্তি দেন।
মামলার নথিতে বলা হয়, ২০১৮ সালের ১৪ নভেম্বর বিএনপি নেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে নয়াপল্টনে একটি মিছিল বের হলে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ জানায়। কিন্তু পরে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও দুটি সরকারি গাড়িতে আগুন দেয়, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর পল্টন থানার এসআই মো. আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।