Ridge Bangla

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আজ সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা গেছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের প্রদত্ত ক্ষমতাবলে দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪–এর রুল ১৬ অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই ঘোষণার মাধ্যমে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সৈকতনগরী কক্সবাজার এখন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমোদন পেল। ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ শেষ হয়েছে। নতুন রানওয়ে সম্প্রসারণের ফলে বড় আকারের উড়োজাহাজ ওঠানামার উপযোগী হয়েছে বিমানবন্দরটি।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক ঘোষণার ফলে কক্সবাজার এখন পর্যটন ও বাণিজ্যিক দিক থেকে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের সুযোগ তৈরি হবে, যা পর্যটন, বিনিয়োগ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩২

আরো পড়ুন