২০ শতাংশ হারে বাড়িভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) দুপুরে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে প্রথমে জলকামান নিক্ষেপ করা হয় এবং সঙ্গে সঙ্গে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় শিক্ষকরা দফায় দফায় রাস্তায় ফিরে এসে অবস্থান নেন ও স্লোগান দিতে থাকেন।
দুপুর সোয়া ২টার পরও পুলিশ শিক্ষকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, ফলে পরিস্থিতি তখনও উত্তেজনাপূর্ণ ছিল। এর আগে আন্দোলনকারী সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা ঘোষণা দেন যে তারা প্রেস ক্লাব এলাকা ছেড়ে শহীদ মিনারে অবস্থান নেবেন। ঘোষণার পর একটি দল মিছিলসহ শহীদ মিনারের দিকে রওনা দেয়, তবে আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনেই থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।