সিলেটের উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি এখনো মনোনয়ন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। সময়মতো সবকিছু জানানো হবে।
শনিবার (১১ অক্টোবর) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি জানান, “সিলেট মহানগর ও জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা নিচ্ছি। জনগণ যদি আমাদের দায়িত্ব দেয়, বিএনপি সিলেটের সার্বিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেবে।”
দলীয় মনোনয়ন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়ে তিনি বলেন, “এসব গুজব ভিত্তিহীন। মনোনয়ন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।”
এর আগে দুপুরে তিনি সিলেটের তামাবিল সীমান্তে গুমের ঘটনাকে কেন্দ্র করে একটি ডকুমেন্টারি নির্মাণে অংশ নিতে আসেন। সেখানে তিনি নিজের নিখোঁজ হওয়ার ঘটনার স্মৃতিচারণ করেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমি জানতাম আমাকে হয়তো মেরে ফেলা হবে। চোখ ও হাত বাঁধা অবস্থায় সম্ভবত এই পথ দিয়েই আমাকে সীমান্ত পার করে ভারতের শিলংয়ে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশের কাছে যাই, কিন্তু মানসিক হাসপাতালে পাঠানো হয়। তখন মনে হয়েছিল হয়তো সেখানেই জীবন কাটাতে হবে। আল্লাহর রহমতে আজও বেঁচে আছি।”
পরে তিনি তামাবিল ইমিগ্রেশন এলাকা ও নলজুরী খাসিয়া হাওরসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং ২০১৫ সালের ১০ মে সন্ধ্যায় এ পথ দিয়েই তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানান।