Ridge Bangla

পিআর ইস্যুতে আন্দোলনের লক্ষ্য নির্বাচন বিলম্বিত করা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবিতে যে আন্দোলন করছে, তার মূল লক্ষ্যই নির্বাচন বিলম্বিত করা, যা জনগণ মেনে নেবে না।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি ডেমোক্র্যাটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, “জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করতেই এই আন্দোলন। বিএনপি স্পষ্ট জানিয়েছে, জনগণ কোনো চাপিয়ে দেওয়া পদ্ধতি গ্রহণ করবে না।”

তিনি আরও বলেন, “অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তার ভিত্তিতে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে—সেটাই আমরা চাই। জনগণ নির্বাচন দেখতে চায়, গণতন্ত্রে ফিরে যেতে চায়।”

নির্বাচন নিয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, “জনগণের ইচ্ছাতেই নির্ধারিত হবে কে জয়ী হবে। যে দল অতীতে কাজ করে আস্থা অর্জন করেছে, জনগণ তাকেই বেছে নেবে।”

ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন, “১৯৭৫ সালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বনির্ভরতার পথে হাঁটা শুরু করেছিল। এখন তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও সেই স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “ষড়যন্ত্র-চক্রান্ত আছে, তবে সেগুলো মোকাবিলা করার শক্তি বাংলাদেশের মানুষেরই আছে। আলাউদ্দিনের চেরাগে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন