ঢাকা-ময়মনসিংহ রুটে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। ফলে আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এ রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের যৌথ বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জনদুর্ভোগের কথা বিবেচনা করেই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।
জুলাইযোদ্ধাকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার শ্রমিকের মুক্তি ও ইউনাইটেড পরিবহনের ১৬টি বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকরা। শনিবার দুপুর থেকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় তারা অবস্থান কর্মসূচি পালন করলে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, “আমরা আগে থেকেই জনভোগান্তি রোধে বাস চালুর পক্ষে ছিলাম। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় স্বস্তি ফিরেছে।” তবে বৈষম্যবিরোধীদের দাবি ছিল, জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস বন্ধ রাখা হোক। কিন্তু মালিকপক্ষ তা না করে বাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “জনদুর্ভোগকে অগ্রাধিকার দিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। অভ্যন্তরীণ বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে।”