টালিউড সুপারস্টার দেব বর্তমানে তুমুল আলোচনার কেন্দ্রে আছেন। তার অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’ মুক্তির পর একদিকে যেমন সমালোচনা ও নেতিবাচক মন্তব্যে ভরা হয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক আলোচনা ও প্রশংসাও লক্ষ্য করা যাচ্ছে।
বিগত কয়েক দিনে কুণাল ঘোষের তীব্র আক্রমণের মুখেও দেবকে হাসিমুখে উপযুক্ত জবাব দিতে দেখা গেছে। কটাক্ষের জবাবে তিনি কটাক্ষে নয়, বরং সৌজন্য ও হাসিমুখে পরিস্থিতি সামলাচ্ছেন। তবে শুধুমাত্র সিনেমা নয়, দেবের ব্যক্তিগত জীবনও বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। শুভশ্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ হওয়ার পর থেকে দেব রুক্মিণীকে ডেট করছেন।
টালিউডে বহু অভিনেতা-অভিনেত্রী ইতিমধ্যে বিয়ে করে বাবা-মা হয়েছেন। এ অবস্থায় কেন দেব সিঙ্গেল জীবন যাপন করছেন, এ নিয়ে গণমাধ্যমে বহুবার প্রশ্ন করা হয়েছে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হন দেব। তাকে প্রশ্ন করা হয়, “আপনি কি টালিউডের সালমান খান? ভাইজানের মতো কি সারাজীবন একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন?” উত্তরে দেব বলেন, “আমি কোনো খান হতে চাই না। দেব হয়ে আমি ভালোই আছি। যেখানে আছি, যার সঙ্গে আছি, তাতে খুশি। তবে এ নয় যে আমি সিঙ্গেল ব্যাচেলার লাইফ কাটাব।”
রুক্মিণীকে বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “বিয়ে হলো ভাগ্যের ব্যাপার। তবে এটি নয় যে আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটি পরিকল্পনা চলছে, খুব শিগগিরই সবাই জানতে পারবে।”