Ridge Bangla

মাউশি ভেঙে মাধ্যমিক ও কলেজ শিক্ষা নামে দুটি অধিদপ্তর হচ্ছে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর হচ্ছে। নতুন দুটি অধিদপ্তরের একটি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং অপরটি কলেজ শিক্ষা অধিদপ্তর। মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব সিফাত উল্লাহ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক শিক্ষাকে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম ও কার্যতালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে দুটি পৃথক অর্গানোগ্রাম প্রস্তুত করে মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।

জানা যায়, ২০২৩ সালের ২৪ জানুয়ারির ডিসি সম্মেলনে জেলা প্রশাসকরা মাউশি ভেঙে ওই দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব দেন। তখনও ব্যাপক বিতর্ক ও শিক্ষা ক্যাডারের আপত্তির মুখে প্রস্তাবটি স্থগিত হয়। সম্প্রতি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও তৎকালীন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয় এবং তা সরকারপ্রধানের অনুমোদন পায়।

মাউশি বিভক্তির প্রস্তাব নিয়ে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের ভাষ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরস্পর সম্পর্কিত। দুটি আলাদা অধিদপ্তর হলে সমন্বয়হীনতা ও প্রশাসনিক জটিলতা বাড়বে। একই প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় স্তর থাকলে পরিচালনা জটিল হয়ে উঠবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৮

আরো পড়ুন