Ridge Bangla

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে এবার কোনো নতুন সিনেমা বা চরিত্রের কারণে নয়, বরং ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের কারণে। খুব শিগগিরই ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন।

তৃষা সবসময় তার ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে পছন্দ করেন। তাই নতুন এই খবর ভক্তদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা আরও বাড়িয়েছে। জানা গেছে, নায়িকার জীবনে এবার এসেছে নতুন কেউ। দক্ষিণ ভারতের জনপ্রিয় গণমাধ্যম দিনা থান্থির বরাতে জানা যায়, তৃষার পরিবারের পক্ষ থেকে পাত্রের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

পাত্র চণ্ডীগড়ের বাসিন্দা, যিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় ব্যবসা পরিচালনা করছেন এবং সম্প্রতি ভারতে কাজের পরিধি বাড়িয়েছেন। দুই পরিবারের মধ্যেই দীর্ঘদিনের পরিচয় রয়েছে এবং এই পরিচয় ধীরে ধীরে সম্পর্কের দিকে এগিয়েছে।

তবে এ বিষয়ে এখনো তৃষা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিয়ের সঠিক তারিখও গোপন রাখা হয়েছে। বর্তমানে তৃষা বেশ কিছু বিগ বাজেটের প্রজেক্টে কাজ করছেন। তার অভিনয় জীবনে ব্যস্ততার মধ্যে এই ব্যক্তিগত জীবন সম্পর্কিত খবর ভক্তদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের সৃষ্টি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন