দীর্ঘদিন ধরে শোবিজের নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়া অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন সম্প্রতি ভেসে ওঠে, তবে তারা সবসময় নীরব থাকতেন। সম্প্রতি খবর আসে, রনির প্রেমের জীবন নকশী নামের অন্য এক নারীর সঙ্গে মেলাতে শুরু করেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে নতুন গুঞ্জন ছড়ায়।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাদিয়া আয়মান বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, “এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা সম্পূর্ণ ভুল তথ্য।” তিনি জানান, মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে তার অনুপস্থিতি এবং রনির সঙ্গে একসঙ্গে দেখা না যাওয়ার বিষয়টি শুধুই ব্যস্ততার কারণে। “আমাদের একসঙ্গে না দেখা মানে সম্পর্ক শেষ হয়ে গেছে, তা নয়। আমরা এখনও খুব ভালো বন্ধু,” বলেন তিনি।
সাদিয়া আরও বলেন, “বন্ধু হিসেবেই আমরা একসঙ্গে বিভিন্ন জায়গায় যাই। আমাদের ফ্রেন্ডশিপ এখনও অটুট। আমরা দুজনই আমাদের কাজের জন্য ব্যস্ত। রনির সিনেমা প্রজেক্ট ও আমার নাটক-শুটিং সব মিলিয়ে হয়তো পাবলিক ইভেন্টে একসঙ্গে দেখা যাচ্ছে না। এটি স্বাভাবিক।”
নকশীর সঙ্গে রনির সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে সাদিয়া বলেন, “যা খবর এসেছে, তা নিয়ে আমার কিছু বলার নেই। সে আমার বন্ধু, সে যে কারও সঙ্গে প্রেম করতে পারে। আমাদের সম্পর্কের জন্য এটি কোনো প্রভাব ফেলে না।”
অভিনেত্রী জানান, উৎসব সিনেমার রিলিজের পর দীর্ঘ সময় কাজ করেননি, তবে সম্প্রতি ইমরাউল রাফাত পরিচালিত নাটকে অভিনয় করেছেন। বর্তমানে তিনি নতুন নাটকের কাজ করছেন এবং গল্পটি তার পছন্দের। সাদিয়া বলেন, “আমি বেছে বেছে কাজ করি, কারণ দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। কাজ করে খুব আনন্দ পাচ্ছি।”