Ridge Bangla

প্রকাশিত হচ্ছে চার্লি চ্যাপলিনের অসমাপ্ত শেষ সিনেমার চিত্রনাট্য ‘দ্য ফ্রিক’

প্রায় পাঁচ দশক পর কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা চার্লি চ্যাপলিনের অসমাপ্ত শেষ সিনেমা ‘দ্য ফ্রিক’-এর চিত্রনাট্য প্রথমবারের মতো ইংরেজি ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে। ৮৮ বছর বয়সে ১৯৭৭ সালে মৃত্যুর আগে এই প্রকল্পটিকেই চ্যাপলিন নিজের জীবনের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী কাজ হিসেবে বিবেচনা করেছিলেন।

আসন্ন গ্রন্থটির নাম ‘দ্য ফ্রিক: দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড ফিল্ম’। এতে অন্তর্ভুক্ত থাকবে চ্যাপলিনের আসল চিত্রনাট্য, স্টোরিবোর্ড, প্রোডাকশন নোট, সংগীত রচনার খসড়া এবং তার নিজস্ব ভয়েস রেকর্ডিংসহ প্রায় ৩,০০০ পৃষ্ঠার বিরল উপকরণ।

গল্পের কেন্দ্রে রয়েছে সারাফা নামের এক রহস্যময় নারী, যিনি পাখার মতো ডানা মেলে উড়ে বেড়ান। মানুষরূপী এই পাখি চরিত্রটির রয়েছে অসাধারণ ক্ষমতা মানুষকে নিরাময় করা এবং সমাজে শান্তি ফিরিয়ে আনা। চ্যাপলিন নিজেও এই ছবিতে এক মাতাল পথচারীর চরিত্রে ক্যামিও ভূমিকায় অভিনয়ের পরিকল্পনা করেছিলেন, যিনি লন্ডনের হাউস অব পার্লামেন্ট-এর উপরে উড়ে যাওয়া সারাফাকে দেখতে পান।

চ্যাপলিন এস্টেটের ম্যানেজার আর্নল্ড লোজানো জানান, “এই প্রকাশনা চ্যাপলিনের শেষ চলচ্চিত্র প্রকল্পের প্রথম পূর্ণাঙ্গ উপস্থাপনা। ‘দ্য ফ্রিক’-এ তার মানবিকতা, ব্যঙ্গ ও কল্পনার অনন্য মিশ্রণ আগের যেকোনো কাজের চেয়ে ভিন্নমাত্রার।”

এর আগে ২০২০ সালে বইটির একটি ইতালীয় অনুবাদ প্রকাশিত হয়েছিল। এবার প্রথমবারের মতো মূল ইংরেজি সংস্করণ প্রকাশ করছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা স্টিকিং প্যালেস বুকস।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন