Ridge Bangla

ন্যাম বৈঠকে অংশ নিতে কাম্পালার পথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) মন্ত্রী পর্যায়ের ১৯তম মধ্যবর্তী পর্যালোচনা বৈঠকে যোগ দিতে উগান্ডার রাজধানী কাম্পালার উদ্দেশে রোববার (১২ অক্টোবর) ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিন দিনব্যাপী এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য এই সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“বৈশ্বিক সমৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা আরও জোরদারকরণ।” বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো ন্যামের সাম্প্রতিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উপদেষ্টা রোববার বিকেলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উগান্ডার উদ্দেশে রওনা হন। পথে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থানকালে তিনি সোমবার বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সেখান থেকে তিনি অন্যান্য সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কাম্পালায় বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে ২০২৪ সালের ন্যাম শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের গৃহীত কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পরিবর্তনশীল বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের প্রেক্ষাপটে ন্যামের প্রাসঙ্গিকতা, শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার এবং আইনের শাসন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ফিলিস্তিন ইস্যুও বৈঠকের আলোচনায় গুরুত্ব পাবে। ন্যাম তার দীর্ঘদিনের অঙ্গীকার অনুযায়ী আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবসমূহে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করবে বলে আশা করা হচ্ছে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) বর্তমানে ১২০টি সদস্যদেশ নিয়ে গঠিত। এটি কোনো সামরিক বা রাজনৈতিক জোটের অন্তর্ভুক্ত নয়—বরং বিশ্বের বৃহত্তম স্বাধীন রাষ্ট্রসমূহের একটি ফোরাম হিসেবে বিবেচিত।

২০২৪ সালে প্রেসিডেন্ট ইওয়েরি কাগুতা মুসেভেনির নেতৃত্বে উগান্ডা ন্যামের চেয়ারম্যানশিপ গ্রহণ করে, যা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতায় একটি নতুন অধ্যায় সূচিত করেছে।

কূটনৈতিক সূত্র মতে, মধ্যবর্তী এই মন্ত্রী পর্যায়ের বৈঠকে ন্যামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দলিল গৃহীত হবে, যা পরবর্তী সম্মেলন পর্যন্ত সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দেবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন