Ridge Bangla

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, ইসি কর্মকর্তা বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান মোল্লা আর্থিক লেনদেন ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অবৈধ সুবিধা দিয়েছেন। এ ঘটনায় বিভাগীয় মামলা করার সিদ্ধান্তও নিয়েছে নির্বাচন কমিশন কর্তৃপক্ষ।

জনস্বার্থ বিবেচনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সরকারি দায়িত্ব থেকে বিরত রেখে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুসারে খোরপোষ ভাতা ও অন্যান্য আইনসম্মত সুবিধা পাবেন। আদেশে স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ) ডি. এম. আতিকুর রহমান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৩

আরো পড়ুন