Ridge Bangla

নতুন রাজনৈতিক দলগুলোর তথ্য পুনরায় যাচাইয়ে যাচ্ছে ইসি

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে আবারও মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শুরু করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যাচাই-প্রক্রিয়ায় মাঠ পর্যায়ের তথ্যের যথার্থতা ও পূর্ণতা নিশ্চিত করতে কমিশন পুনরায় অনুসন্ধানে নামছে।

চিঠিতে বলা হয়, কমিশন মাঠ পর্যায়ের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মকর্তাদের পাঠানো তদন্ত প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছে। তবে এসব প্রতিবেদনের কিছু ক্ষেত্রে তথ্যের ঘাটতি, মন্তব্যে অস্পষ্টতা এবং যাচাইয়ের অপূর্ণতা পাওয়া গেছে। ফলে যাচাই কমিটির সুপারিশ অনুযায়ী ১০টি রাজনৈতিক দলের জেলা ও উপজেলা পর্যায়ে তাদের অস্তিত্ব ও কার্যকারিতা বিষয়ে আরও গভীরভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই ১০টি দলের মাঠ পর্যায়ের কার্যক্রম পুনঃতদন্ত করা হবে। দলগুলো হলো—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

এই পুনঃতদন্ত কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ১০ অঞ্চলে একজন উপসচিব, সংশ্লিষ্ট অঞ্চলের একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলার আওতাধীন একজন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন