Ridge Bangla

দুর্নীতি ও ‘গাড়িকাণ্ডে’ নাম আসায় সাবেক সিএমএম রেজাউল করিম সাময়িক বরখাস্ত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। বিষয়টি আজ সোমবার (১৩ অক্টোবর) প্রকাশ্যে আসে।

আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, রেজাউল করিমের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা, ২০১৭ অনুযায়ী অসদাচরণের মামলা রুজু করা হয়েছে।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনটিতে গত ২৯ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষর করেন।

এর আগে, গত বছর একটি বেসরকারি টেলিভিশন তাদের প্রচার করা এক প্রতিবেদনে রেজাউল করিমের বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ করে।

সেখানে অভিযোগে বলা হয়, তিনি এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন এবং আইন মন্ত্রণালয়কে না জানিয়ে পূর্বাচলে ৭.৫ কাঠা জমি গ্রহণ করেছেন, যেখানে বিচারপতিরা সাধারণত ৫ কাঠার প্লট পান।

এছাড়া তার বিরুদ্ধে মামলায় সুবিধা দিয়ে জমি নেওয়া ও চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনতলা বাড়ি নির্মাণের অভিযোগও ওঠে। আইন মন্ত্রণালয় জানায়, তার বিরুদ্ধে চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বরখাস্তের আদেশ কার্যকর থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৮

আরো পড়ুন