Ridge Bangla

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু

সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হয়েছে। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন। সারাদেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এতে অংশ নিচ্ছেন।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয়, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

গতকাল রবিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এতে বহু শিক্ষক আহত হন। পরে তারা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন শিক্ষকরা।

এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের আশ্বস্ত করেছিলেন যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতা উন্নীত করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন