Ridge Bangla

শিগগিরই আসছে মন্দিরা চক্রবর্ত্তীর নতুন সিনেমার ঘোষণা

পরপর দুই বছর, ২০২৪ ও ২০২৫ সালে নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী দুটি সিনেমায় অভিনয় করেছেন—‘কাজল রেখা’ এবং ‘নীল চক্র’। প্রথম সিনেমা মুক্তির পরই তিনি দর্শক ও সমালোচকের নজর কাড়েন। গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত ‘কাজল রেখা’ ছবিতে আরও অনেক তারকা শিল্পী থাকলেও মন্দিরা তার অভিনয়, সৌন্দর্য, হাসি এবং চাহুনিতে আলাদা নজর কাড়েন।

এই বছর মুক্তি পাওয়া ‘নীল চক্র’ ছবিতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। সিনেমার প্রচারণাতেও দুজনেই সক্রিয় ছিলেন, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। ‘নীল চক্র’-এও মন্দিরা অনবদ্য অভিনয় করে প্রশংসিত হন। প্রথম সিনেমার তুলনায় দ্বিতীয় ছবিতে তিনি আরও পরিণত ও প্রাঞ্জল অভিনয় উপস্থাপন করেন।

দুই সিনেমা মুক্তির পরেই তাকে নানা নতুন ছবির প্রস্তাব আসে। তবে মন্দিরা এসব সিনেমায় কাজ করতে রাজি হননি। তিনি চান, তার সিনেমায় নিজেকে যেভাবে উপস্থাপন করতে চান, সেভাবে কাজ করা হোক। সেই কারণে ধৈর্য ধরে তিনি উপযুক্ত প্রজেক্টের অপেক্ষা করেছেন।

এবার মন্দিরা নিজেই জানিয়েছেন, শিগগিরই তার তৃতীয় সিনেমার ঘোষণা আসছে। নায়ক হিসেবে থাকছে নতুন চমক। তিনি বলেন, “আমি চাই তৃতীয় সিনেমা প্রথম দুইটির চেয়ে আরও ভালো গল্পের হোক, আরও সুন্দর হোক। যেন বলতে পারি একের পর এক ভালো গল্পের সিনেমায় অভিনয় করে হ্যাটট্রিক করেছি। আপাতত গল্প, পরিকল্পনা, সিডিউলসহ আনুষঙ্গিক সব বিষয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। খুব শিগগিরই সিনেমার ঘোষণা আসবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন