Ridge Bangla

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানার পর নিখোঁজ শেখ হাসিনার সাবেক সামরিক সচিব

গুম মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ লাপাত্তা হয়েছেন। সেনাবাহিনী জানায়, তাঁর সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে সেনাবাহিনীতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে ১৫ জন কর্মরত। তাঁদের মধ্যে একজন শুধু নিখোঁজ; বাকি সবাই হেফাজতে চলে এসেছেন। এছাড়া এলপিআরে থাকা আরেকজনও হেফাজতে আনা হয়েছে।

মেজর জেনারেল কবীর আহাম্মদের প্রসঙ্গে হাকিমুজ্জামান জানান, তাঁকে মেসেজ দেওয়া হয়েছিল যে, ঢাকা ক্যান্টনমেন্টে থাকতে হবে। কিন্তু ৯ অক্টোবর সকালে আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। মোবাইলেও যোগাযোগ সম্ভব হয়নি। সেনাবাহিনী এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়েছে এবং তাঁকে ‘ইলিগ্যালি অ্যাবসেন্ট’ হিসেবে ঘোষণা করেছে।

দুই মামলার প্রধান আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া তালিকায় রয়েছেন তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক। সেনাবাহিনী নিশ্চিত করেছে, নিখোঁজ কর্মকর্তা পুনরায় হেফাজতে আনার জন্য প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন