Ridge Bangla

গুম তদন্ত কমিশনের সঙ্গে এফআইডিএইচ সভাপতির গুরুত্বপূর্ণ বৈঠক

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ)-এর সভাপতি অ্যালিস মোগোউই এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠকে কমিশনের সদস্য মো. সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন। কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে. এম. খালিদ বিন জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকের শুরুতে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী অতিথিকে স্বাগত জানান এবং কমিশনের বর্তমান কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত অবহিত করেন। আলোচনায় মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে উদ্বেগজনক বিষয়—‘গুম’—কে কেন্দ্র করে দীর্ঘ আলোচনা হয়। গুম সংক্রান্ত অভিযোগের তদন্ত পদ্ধতি, তথ্য সংগ্রহ, ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ, মনস্তাত্ত্বিক সহায়তা, ক্ষতিপূরণ এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

এছাড়া বৈঠকে গাজাসহ বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশের সার্বিক মানবাধিকার বাস্তবতা নিয়েও আলোচনা হয়।

এফআইডিএইচ সভাপতি অ্যালিস মোগোউই গুম প্রতিরোধে কমিশনের পদক্ষেপ ও উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন। তিনি বলেন, “গুম একটি আন্তর্জাতিক অপরাধ, এবং এ বিষয়ে কমিশনের কার্যকর ভূমিকা বিশ্ব সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

বৈঠকে উভয় পক্ষ গুম প্রতিরোধ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন