Ridge Bangla

রাজবাড়ীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমানুষ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমানুষ’-এর জমকালো প্রিমিয়ার শো। দৌলতদিয়া মনোরমা সিনেমা হলে আয়োজিত প্রদর্শনীতে স্থানীয় দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন প্রায় তিন শতাধিক দর্শক।

প্রিমিয়ার শো শুরুতেই গোয়ালন্দ ও রাজবাড়ীর তরুণ শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেন। চলচ্চিত্রটি নির্মাণ করেছে এসপি ফিল্মস ও প্রিয়া মাল্টিমিডিয়া, এবং পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এ. এইচ. ফয়সাল। রচনা করেছেন সাইফুর রহমান পারভেজ। সিনেমাটিতে সমাজের অন্ধকার দিক, মানবিক সম্পর্কের টানাপোড়েন এবং মানুষ থেকে ‘অমানুষ’ হয়ে ওঠার নির্মম বাস্তবতা ফুটে উঠেছে।

মূল চরিত্রে অভিনয় করেছেন মুগ্ধ শাহরিয়ার, সাইফুর রহমান পারভেজ, ইশা আলবিদা, শিশু শিল্পী কথা মনি, অ্যালেভিয়া অন্তরা, তুশি ইসলাম, আকরাম, সাইদুল ইসলাম, আব্দুল খালেক, এরশাদ রহমান, আজিজ মুন্সী, রিপনসহ আরও অনেকে। প্রিমিয়ার শোতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পী সমিতির সদস্য ও গোয়ালন্দ মঞ্চ নাট্য অভিনেতা প্রণব কুমার ঘোষ, বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

পরিচালক এ. এইচ. ফয়সাল বলেন, “চলচ্চিত্রের মাধ্যমে সমাজের অমানবিক দিকগুলো তুলে ধরেছি। মানুষের মধ্যে যে অন্ধকার বাসা বাঁধে, তা চিনতে পারলে পরিবর্তনের পথ খুলবে।” অভিনেতা ও লেখক সাইফুর রহমান পারভেজ বলেন, “স্থানীয় শিল্পীদের সঙ্গে কাজ করে সমাজের বাস্তবতা তুলে ধরা আমার জন্য গর্বের বিষয়।” মুগ্ধ শাহরিয়ার বলেন, “দর্শকদের ভালোবাসা আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।”

প্রধান অতিথি প্রণব কুমার ঘোষ আশা প্রকাশ করেন, রাজবাড়ী ও গোয়ালন্দের তরুণরা ভবিষ্যতেও আরও বড় চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসবেন। প্রিমিয়ার শো শেষ পর্যন্ত দর্শকরা নির্মাতা ও অভিনেতাদের উষ্ণ প্রশংসা করেন; করতালি ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন