যুক্তরাষ্ট্রের খ্যাতিমান অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কিটনের ঘনিষ্ঠ বন্ধু ডোরি রাথ।
ডায়ান কিটনের চলচ্চিত্র জীবন শুরু হয় ১৯৭০ সালে রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্স এর মাধ্যমে। এরপর তিনি দ্য গডফাদার চলচ্চিত্রে অ্যাডামস করলিওনের চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব, এবং অ্যানি হল। ১৯৭৮ সালে তার অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কার অর্জন করেন।
ডায়ান কিটনের পাঁচ দশকেরও বেশি সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারে রয়েছে দ্য ফ্যামিলি স্টোন, বিকাজ আই সেড সো, অ্যান্ড সো ইট গোজ, প্লে ইট অ্যাগেইন, স্যাম, স্লিপার, লাভ অ্যান্ড ডেথ, এবং ম্যানহাটন সহ আরও বহু চলচ্চিত্র। সর্বশেষ তিনি ২০২৪ সালে সামার ক্যাম্প ছবিতে অভিনয় করেন।
অভিনয়ের পাশাপাশি কিটন প্রযোজনার কাজেও সম্পৃক্ত ছিলেন। তিনি হেভেন, আনস্ট্রং হিরোস, এবং হ্যাঙ্গিং আপ এর মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন।
ডায়ান কিটন তার অভিনয়শৈলীর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি কখনো বিয়ে করেননি এবং দুটি পালক সন্তান রয়েছে।