Ridge Bangla

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ দোকান পুড়ে ছাই

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন এ বিষয়ে জানান, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে।

পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দিলে তাদের সমন্বিত চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, একটি টিনশেড দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালালেও দ্রুত বিস্তারের কারণে তা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন