জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার বাগদান সম্পন্ন করেছেন। কনে হলেন একজন সেনা কর্মকর্তা, সাবা সানজিদা রহমান। শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় বাগদানের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
বাগদানের প্রসঙ্গে তানজীব সারোয়ার বলেন, “সবার সঙ্গে এই সুখবর ভাগ করার সুযোগ হয়নি। ভেবেছিলাম, বিয়ের সময় সবাইকে বলবো। এখনো বিয়ের চূড়ান্ত তারিখ ঠিক হয়নি।” তিনি আরও বলেন, কনের সঙ্গে তার সম্পর্কটি বিশেষ এবং ‘ইন্টারেস্টিং’—একজন সেনা অফিসার এবং একজন গায়কের এই জুটি সামাজিক দৃষ্টিকোণ থেকে অনন্য। সাবা সারোয়ার আর্মিতে লং কোর্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে লেফটেন্যান্ট পদে কর্মরত।
তানজীব বলেন, “আমার মনে হয়, কোথাও বা কোনো দেশে আর্মি অফিসার ও গায়কের এমন বিয়ে বিরল। এটি আমাদের জন্য এক ভিন্ন অনুভূতি।” তিনি জানান, পারিবারিকভাবে বাগদান ঠিক থাকলেও, সাবাকে আগে থেকেই চিনতেন। তবে কনের পেশা জানার পর বাগদান আরও আলাদা অনুভূতি এনে দিয়েছে। সাবা ঢাকার ওয়ারীতে থাকেন।
প্রসঙ্গত, ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে গানের জগতে প্রবেশ করেন তানজীব সারোয়ার। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ডুবে ডুবে’, ‘দিল আমার’, ‘কী মায়া’ ইত্যাদি। দীর্ঘ ক্যারিয়ারে তানজীব গায়কী, সুর এবং ভোকাল স্টাইলের জন্য দর্শক ও সমালোচকের কাছ থেকে প্রশংসা অর্জন করেছেন। বাগদান অনুষ্ঠানটি অনানুষ্ঠানিক হলেও দুই পরিবারের উচ্ছ্বাস এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতি ছিল মনোগ্রাহী। গায়ক তানজীব ও সাবা সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে এক অনন্য জুটি হিসেবে আলোচিত হচ্ছেন।