Ridge Bangla

চাকরির প্রলোভনে ভারতে পাচার, পুনেতে যৌনপাচার চক্র থেকে দুই বাংলাদেশি উদ্ধার

বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি দুই যুবতীকে নিয়ে যাওয়া হয় ভারতে। কিন্তু ওই যুবতীরা আদতে পড়েছিলেন এক মানবপাচার চক্রের হাতে, যারা তাদের ভারতে পাচার করে যৌন ব্যবসায় বাধ্য করে। পরে ভারতের পুনে শহরে পুলিশি অভিযানে তাদের উদ্ধার করা হয়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ধনকাওয়াড়ি এলাকার রাজু পাটিল নামে এক ব্যক্তিকে মানবপাচার চক্রের মূল হোতা হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্ত্রীও পাচারে জড়িত বলে ধারণা করা হচ্ছে, তবে তিনি এখনো পলাতক।

পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, গত শুক্রবার (১০ অক্টোবর) পুনে পুলিশ কন্ট্রোল রুমে এক নারী ফোন করে অভিযোগ জানান যে, তাকে জোরপূর্বক দেহব্যবসায় নামানো হয়েছে। পরে সহকারী পুলিশ পরিদর্শক স্বপ্নিল পাটিলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে কাত্রাজ এলাকা থেকে ২২ বছর বয়সী ওই বাংলাদেশি নারীকে উদ্ধার করে।

তিনি পুলিশকে জানান, পশ্চিমবঙ্গ সীমান্ত পেরিয়ে তাকে অবৈধভাবে ভারতে আনা হয় এবং পুনেতে এনে দুই বছর ধরে একটি পাচারচক্রের হাতে বিক্রি করে দেওয়া হয়। নির্যাতনের শিকার হয়ে তিনি পুলিশের সহায়তা চান।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়। সিনিয়র পুলিশ পরিদর্শক রাহুলকুমার খিলারের নেতৃত্বে দলটি আমবেগাঁও পাঠার এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২০ বছর বয়সী আরেক যুবতীকে উদ্ধার করে।

পুলিশ জানায়, দুই নারীকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে এনে জোর করে দেহব্যবসায় নিয়োজিত করা হয়েছিল। অভিযুক্ত রাজু পাটিলকে আদালত তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পাচার চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৯

আরো পড়ুন