Ridge Bangla

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন গ্রহণ করবে না এনসিপি

শাপলা প্রতীক ছাড়া দলীয় নিবন্ধন গ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

বিকেল ৪টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয়। তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, “শাপলা প্রতীক আমাদের রাজনৈতিক দর্শন ও সাংগঠনিক পরিচয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কোনোভাবেই আমরা বিকল্প প্রতীক গ্রহণ করব না। নির্বাচন কমিশনকেও আমরা বিষয়টি স্পষ্ট করে জানিয়েছি।”

তিনি আরও বলেন, “প্রতিটি রাজনৈতিক দলেরই নিজস্ব প্রতীক তাদের পরিচয়ের অংশ। এনসিপির জন্য শাপলা প্রতীক শুধু একটি চিহ্ন নয়, এটি আমাদের জনগণের সঙ্গে সংযোগের প্রতীক। তাই নিবন্ধনের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটলে দলীয়ভাবে মেনে নেওয়া সম্ভব নয়।”

বৈঠকে শাপলা প্রতীকের নিবন্ধন ছাড়াও অন্যান্য নির্বাচনী প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় এবং কমিশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এনসিপি জানিয়েছে, তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে বদ্ধপরিকর।

তবে দলীয় নিবন্ধন ও প্রতীক নিয়ে আপস করা হবে না। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা প্রতীক নিয়েই আমরা জনগণের কাছে যাব। যদি এ বিষয়ে কোনো অনিশ্চয়তা থেকে যায়, তা হলে এনসিপির জন্য নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়বে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন