Ridge Bangla

আইনের শাসনের দৃষ্টান্ত স্থাপন করতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে দেখাতে চাই, আইনের শাসন কাকে বলে। যতদিন কর্মকর্তারা বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন, নির্বাচন কমিশন তাদের পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা দেবে।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ভোটগ্রহণ কর্মকর্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সবাই সমান দক্ষ নন—কেউ শিক্ষক, কেউ নতুন কর্মকর্তা। তাই প্রশিক্ষণ এমনভাবে তৈরি করতে হবে যাতে সবাই বুঝে দক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন। এজন্য মক ট্রায়াল বা সিমুলেশন পদ্ধতি অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন তিনি।

প্রিসাইডিং অফিসারদের ‘কেন্দ্রের প্রধান’ আখ্যা দিয়ে সিইসি বলেন, “নির্বাচনের দিন আপনি হচ্ছেন কেন্দ্রের চিফ ইলেকশন কমিশনার। প্রয়োজনে গোলমাল হলে কেন্দ্র বন্ধ করে দিন, প্রয়োজন হলে পুরো আসনের ভোট স্থগিত করা হবে, কিন্তু আইনের শাসন মানতে হবে।”

তিনি জানান, নির্বাচন কমিশনে সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্স সেল গঠন করা হচ্ছে, যাতে দেশের যেকোনো প্রান্ত থেকে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়। পাশাপাশি ডিজিটাল লজিস্টিক ট্র্যাকিং সিস্টেম ও ইলেকশন ম্যানেজমেন্ট সফটওয়্যার চালুর কাজ চলছে, যাতে ইউএনডিপি সহায়তা দিচ্ছে।

সিইসি আরও বলেন, ভুল তথ্য ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করা হয়েছে, তবে এর প্রচার জোরদার করতে হবে। শিক্ষিত সমাজের আচরণে নৈতিকতা অনুপস্থিত বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “শিক্ষা মানে শুধু সার্টিফিকেট নয়, আচরণে তার প্রতিফলন থাকা উচিত।”

শেষে তিনি বলেন, “এবারের নির্বাচনের মাধ্যমে আমরা আইনের শাসনের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৫

আরো পড়ুন