স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং ভবিষ্যতে তা আরও ভালো হবে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক দুর্গাপূজার সময় অসুর প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনায় জড়িত ৭০০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। “যারা এই অপকর্ম করেছে, খুব দ্রুত তাদের বিচারের মুখোমুখি করা হবে,” বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশাবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, “বর্তমান সরকার জনগণের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় বৌদ্ধ ধর্মের শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বুদ্ধের দর্শনের মূল হলো অহিংসা, সাম্য ও মৈত্রী। এসব গুণের চর্চা সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক।” তিনি বৌদ্ধ ধর্মের পঞ্চশীলকে মানবজীবনের নৈতিকতার উৎকৃষ্ট শিক্ষা হিসেবে উল্লেখ করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “এই গুণাবলি চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে অন্যায়, অপরাধ, দুর্নীতি ও অবিচার দূর হবে।” তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণভাবে কঠিন চীবর দান কর্মসূচি সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।