বলিউড বাদশা শাহরুখ খান ও তার পরিবার আপাতত ‘মন্নত’ ছাড়ছেন। ভক্তদের কাছে আবেগের নাম হয়ে ওঠা এই বাড়ি এখন যাচ্ছে সংস্কারের আওতায়। সে কারণেই পুরো খান পরিবার উঠে গেছে বান্দ্রার পালি হিল এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, যার চারটি তলা শাহরুখ লিজ নিয়েছেন প্রযোজক বাশু ভাগনানির কাছ থেকে।
জানা গেছে, বাড়িটির সংস্কারের কাজ শুরু হয়েছে সোমবার (১৫ এপ্রিল) থেকে। সংস্কারের সময়জুড়ে এই অ্যাপার্টমেন্টেই থাকবেন শাহরুখ, তার স্ত্রী গৌরী খান, সন্তানরা এবং পরিবারের সহকারীরা। এই নতুন আবাসনের মাসিক ভাড়া ২৪ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।
মূলত মে মাস থেকে মন্নতের সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও সময় এগিয়ে আনায় এপ্রিলের শুরুতেই নতুন ঠিকানায় চলে গেছেন কিং খান। ৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শাহরুখ পরিবার নতুন বাড়িতে প্রবেশ করছেন।
যদিও নতুন এই অ্যাপার্টমেন্টটি ‘মন্নত’-এর মতো বিশাল নয়, তবে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় শাহরুখ যথেষ্ট সচেতন। কড়া নিরাপত্তাব্যবস্থা আর নির্জন পরিবেশে এখন থেকে আগামী দুই বছর এখানেই থাকবেন তারা।
এই সময়ে শাহরুখ ও গৌরী খান তাদের অফিসিয়াল কাজও সেখান থেকেই পরিচালনা করবেন। মন্নতের সংস্কার কাজ শেষ হলে ফের পুরনো বাড়িতে ফিরবেন তারা।