Ridge Bangla

আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

ঢাকার আশুলিয়ায় একটি বাসার সেপটিক ট্যাংক বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুইপার ইমান আলীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিস।

শনিবার (১১ অক্টোবর) ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনা ঘটে গতকাল শুক্রবার রাত ২টার দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকার মো. রহমতুল্লাহর টিনশেড বাড়িতে। নিহত গোলাম রাব্বানী ওই বাড়ির ম্যানেজার ছিলেন।

আহতরা হলেন—সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মো. রোহান (৭)। তাদের মধ্যে ইমান আলীর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ির দুটি সেপটিক ট্যাংকের মধ্যে একটি পরিষ্কার করার পর অন্যটিতে কাজ শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংকের ঢাকনা উড়ে যায় এবং বাড়ির টিনের চাল ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মারা যান গোলাম রাব্বানী।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকার বেশিরভাগ ট্যাংক অরক্ষিত ও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে।

প্রণব চৌধুরী জানান, রাত ২টা ১৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন