যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে কাতারের বিমানবাহিনীর জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে কাতার। এ সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (১০ অক্টোবর) ওয়াশিংটনের পেন্টাগনে কাতারের প্রতিরক্ষামন্ত্রী সাউদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠকে তিনি এই তথ্য জানান।
হেগসেথ বলেন, এই ঘাঁটিতে কাতারি পাইলটরা এফ-১৫ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নেবেন। এটি যুক্তরাষ্ট্রের মাউন্টেন হোম এয়ারবেসে স্থাপন করা হবে। তিনি বলেন, “এটি আমাদের অংশীদারিত্বের আরেকটি উদাহরণ।” কাতারের প্রশংসা করে তিনি আরও বলেন, “গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তবে কতটি কাতারি বিমান এই ঘাঁটিতে অবস্থান করবে বা এটি কবে চালু হবে—তা এখনও নির্ধারণ হয়নি। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারকে রক্ষায় সব ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা কার্যত একটি নিরাপত্তা জোটের সমতুল্য।