Ridge Bangla

চীনের ওপর অতিরিক্ত ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আগামী মাস থেকে চীনের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ১০০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও যুক্তরাষ্ট্র নতুন নিয়ন্ত্রণ আরোপ করবে।

চীন সম্প্রতি বিরল ধাতু রপ্তানির নিয়ম কঠোর করায় ওয়াশিংটন থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। ট্রাম্প চীনকে প্রবল শত্রুতা ভাবাপন্ন বলে অবিহিত করেন। তিনি অভিযোগ করে বলেন, বেইজিং বিশ্বকে বন্দি করে রাখার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল হতে পারে। তবে এরপরই তিনি জানান, “আমি যাই হোক সেখানে থাকব।”

ট্রাম্পের এই ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৭% কমে যায়, যা এপ্রিলের পর সর্বোচ্চ পতন। চীন বর্তমানে বিশ্বের প্রধান বিরল ধাতু উৎপাদনকারী দেশ। যেগুলো গাড়ি, স্মার্টফোন ও চিপ তৈরিতে ব্যবহার হয়। এর আগেও আমেরিকা শুল্ক বৃদ্ধি করলে চীন রপ্তানি সীমিত করেছিল। যার প্রভাবে ফোর্ডসহ অনেক মার্কিন কোম্পানিকে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন