Ridge Bangla

সমাবেশের অনুমতি ছিল না, জানালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে আয়োজিত জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশের অনুমতি ছিল না বলে স্বীকার করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী। তিনি বলেন, “আমরা পুলিশকে জানিয়েছিলাম, তবে সত্যি বলতে অনুমতি পাইনি। তবু আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।”

শনিবার (১১ অক্টোবর) সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শামীম হায়দার বলেন, “জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করে ভোট না হওয়ার মতো পরিস্থিতি তৈরি করছে। একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার আসলে এনসিপির সরকার। তারা এখন আর সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা রাখে না। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে নির্বাচন নিয়ে আমাদের গুরুতর শঙ্কা রয়েছে।”

এর আগে বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে পুলিশ ও জাপা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।

এ বিষয়ে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, “জাতীয় পার্টি কোনো অনুমতি ছাড়াই রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি করছিল। এতে যান চলাচলে বিঘ্ন ঘটায় বারবার সরে যেতে বলার পরও তারা মানেনি। পরে পুলিশ বাধ্য হয়ে ব্যবস্থা নেয়। তবে কাউকে আটক করা হয়নি।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৪

আরো পড়ুন