বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন—যিনি ক্যারিয়ারের শুরু থেকেই দুই রণবীর, অর্থাৎ রণবীর কাপুর ও রণবীর সিংয়ের সঙ্গে অসাধারণ অনস্ক্রিন কেমিস্ট্রি গড়ে তুলেছেন, তাঁকে একবার জিজ্ঞেস করা হয়েছিল—এই দুই অভিনেতার মধ্যে কে ভালো?
২০১৩ সালে দীপিকা ও রণবীর সিং একসঙ্গে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবিতে পর্দা কাঁপিয়েছিলেন। অন্যদিকে, একই বছরে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে দীপিকার নাইনা ও কাপুরের বন্নি হয়ে উঠেছিলেন তরুণ দর্শকদের প্রেমের প্রতীক।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওতে দেখা যায়, ২০১৫ সালের ‘তামাশা’ ছবির প্রচারণার সময় দীপিকা পাডুকোনকে এক দর্শক প্রশ্ন করেন—রণবীর সিং না রণবীর কাপুর, কে ভালো অভিনেতা?
উত্তরে দীপিকা বলেন, “এটা এমন এক প্রশ্ন, যেন বলা হচ্ছে—আপনি মাকে বেশি ভালোবাসেন না বাবাকে। এটা যেমন…” পাশে থাকা রণবীর কাপুর তখন মজা করে বলেন, “আমি বাবা হতে চাই।”
এই সংলাপ ও মুহূর্তটি আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দীপিকার কৌশলী জবাব ও রণবীর কাপুরের রসবোধ দর্শকদের মনে নতুন করে জায়গা করে নিয়েছে।