Ridge Bangla

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি নিহত

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আট বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানী মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক জানান, মাছ ধরার উদ্দেশে ৯ জন বাংলাদেশি শ্রমিককে নিয়ে একটি মাইক্রোবাস দুকুম সিদরার দিকে যাচ্ছিল। পথে বড় একটি ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আট শ্রমিক মারা যান এবং গুরুতর আহত চালককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন— চট্টগ্রামের সন্দ্বীপের সারকাইত ইউনিয়নের মোহাম্মদ আমিন সওদাগর, আরজু, মোহাম্মদ রকি, মোহাম্মদ বাবলু, সাহাব উদ্দিন, জুয়েল, মো. রনি এবং রাউজানের আলাউদ্দিন। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, নিহতদের মধ্যে সাতজনই সারিকাইত ইউনিয়নের তরুণ শ্রমিক। একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম বলেন, একই ইউনিয়নের পাঁচ তরুণের মৃত্যুর ঘটনায় গ্রামে চলছে শোকের মাতম।

ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার পরপরই দূতাবাসের কর্মকর্তা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। নিহতদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

ওমান পুলিশ জানায়, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও দৃশ্যমানতার অভাবের কারণে এ দুর্ঘটনা ঘটে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন