Ridge Bangla

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা মারা গেছেন

পাঞ্জাবি সংগীত জগতের আলোচিত গায়ক রাজবীর জওয়ান্দা মারা গেছেন। বুধবার পাঞ্জাব রাজ্যের মোহালির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

গায়কের মা ভারতীয় গণমাধ্যমকে জানান, পাঞ্জাবের সিনেমা শিল্পীরা তার উন্নত চিকিৎসার খরচ বহন করেছিলেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সোশ্যাল মিডিয়ায় তার সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু দুঃখজনকভাবে কোনো প্রার্থনার ফল মেলেনি।

রাজবীর জওয়ান্দার মৃত্যুতে পাঞ্জাবি বিনোদন জগত শোকে স্তব্ধ। সামাজিক মাধ্যমে অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন। এর আগে, ২৮ সেপ্টেম্বর সিমলার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন রাজবীর। দুর্ঘটনার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর ফলে তিনি মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। অবিলম্বে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পাঞ্জাবের মোহালির একটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে আইসিইউতে ভর্তি রেখে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। হৃদরোগসহ গুরুতর আঘাতের কারণে তিনি ১৮ দিন পর না ফেরার দেশে পাড়ি জমান।

রাজবীর জওয়ান্দা পাঞ্জাব পুলিশের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছিলেন। তবে সঙ্গীত ও অভিনয়ে আগ্রহের কারণে তিনি বিনোদন জগতে ক্যারিয়ার গড়েন। দর্শকরা তাকে ‘সারদারি’, ‘জোর’, ‘কালি জাওয়ান্দে দি’, ‘রব্ব কারকে’, ‘মেরা দিল’-এর মতো জনপ্রিয় গানগুলোর জন্য চেনেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন