Ridge Bangla

গুমের মামলায় পলাতক শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

দুটি পৃথক মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। প্রথম মামলায় আসামি ১৭ জন, এর মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং র‌্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেনসহ বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। দ্বিতীয় মামলায় আসামি ১৩ জন, যাদের মধ্যে রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিচালক।

প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার শাসনামলে ভিন্নমতের লোকজনকে গোপন কক্ষে বন্দি রেখে ভয়াবহ নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব গোপন কক্ষকে ‘আয়নাঘর’ নামে পরিচিত করা হতো। প্রধান আসামি শেখ হাসিনা বর্তমানে পলাতক অবস্থায় ভারতে আছেন। তার ঘনিষ্ঠ সহযোগী আসাদুজ্জামান খান ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকও বিদেশে রয়েছেন। অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার এসব মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গুমের দায় কোনো বাহিনীর নয়, ব্যক্তির। র‌্যাব ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তারা গোপন কক্ষে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন চালাতেন। একইসঙ্গে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে অপরাধের বিচারও ট্রাইব্যুনালে চলছে। শেখ হাসিনা এসব মামলাতেও প্রধান আসামি।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে বহু মানুষ গুমের শিকার হন। গত বছরের আগস্টে সরকারের পতনের পর কয়েকজন ভুক্তভোগী বন্দিশালা থেকে মুক্ত হয়ে অভিযোগ তোলেন, যার ভিত্তিতেই এ মামলাগুলো করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৮

আরো পড়ুন