সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১ হাজার ১৩০ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি ৪৪৫ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। অভিযানে অস্ত্র ও অন্যান্য সামগ্রীও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি খেলনা পিস্তল, ১০০ পিস এয়ারগানের গুলি, দুই রাউন্ড তাজা গুলি এবং দুটি চাকু।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজে সন্ত্রাস, মাদক ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সারা দেশে থানাভিত্তিক তালিকা তৈরি করে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণেও অভিযান জোরদার করা হয়েছে। তারা আরও জানান, অভিযানে ধরা পড়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে এবং অন্যদের মামলার ধরন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।