নৌবাহিনীর কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের নৌ বাণিজ্য দপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন সাব্বির মাহমুদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বুধবার (৮ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ৭ অক্টোবর তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২৬ সেপ্টেম্বর নৌপরিবহন অধিদপ্তরে বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৌ উপদেষ্টার উপস্থিতিতে তোলা একটি গ্রুপ ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনা শুরু করেন ক্যাপ্টেন সাব্বির মাহমুদ। তিনি সেখানে সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্য করেন।
এছাড়া, তিনি গণমাধ্যমের কিছু ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে প্রভাবিত করে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগে বলা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের শামিল।
এ কারণে বিধি ১২(১) অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় নিয়ম অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব এস. এম. মুনীর উদ্দীন বলেন, “একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যসহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।”