Ridge Bangla

ছেলের সিরিজে আইনি জটিলতার মুখে শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নতুন আইনি জটিলতার মুখে ফেলেছে। এর ফলে এই সিরিজ শাহরুখ খানের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)–র জোনাল ডিরেক্টর সমির ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করেছেন। মামলায় শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সকে সমন জারি করা হয়েছে। আদালত জানিয়েছে, মামলার অন্তর্বর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ওয়াংখেড়ে অভিযোগ করেছেন, আরিয়ান খানের সিরিজে তাকে পরোক্ষভাবে ব্যঙ্গ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তিনি শাহরুখ, গৌরী এবং আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন। যদিও পূর্বে হাইকোর্ট এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পর ওয়াংখেড়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।

সিরিজে সরাসরি সমির ওয়াংখেড়ের নাম উল্লেখ করা হয়নি। তবে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। চরিত্রটির চেহারা ও আচরণ নিয়ে অনেকের মতে, এটি ওয়াংখেড়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

মামলাটির প্রেক্ষিতে দেখা যাচ্ছে, কোনো পরিচালক বা প্রযোজনা সংস্থা যদি বাস্তব ব্যক্তিকে উপস্থাপনের মাধ্যমে নিন্দা বা ব্যঙ্গাত্মক ছবি তুলে ধরে, তবে তা আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবার এই মামলার পরবর্তী ধাপ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন