বিনোদন জগতে সুপরিচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া শারীরিকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন। জানা গেছে, তিনি অ্যামেলোব্লাস্টোমা রোগে আক্রান্ত। এই রোগে মুখ, চোয়াল ও ঘাড়ের অংশে টিউমারের মতো গঠন দেখা দেয়। আরোগ্য লাভের জন্য এবার জটিল অস্ত্রোপচার করাচ্ছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই সংবাদটি জানিয়ে ভক্ত ও সমর্থকদের কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন। স্পর্শিয়া লিখেছেন, “আমার অ্যামেলোব্লাস্টোমা ধরা পড়েছে এবং গত কয়েকদিন ধরে অস্ত্রোপচারের পূর্ববর্তী চিকিৎসা চলছিল। আজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অস্ত্রোপচার করা হচ্ছে। এই সময় আমি যোগাযোগ করতে বা ফোন ধরতে পারছি না।”
তিনি আরও জানান, কাজের সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয়ে বা জরুরি সমস্যার জন্য অনুরোধ, হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি নিজে সাড়া দেবেন।
অ্যামেলোব্লাস্টোমা একটি বিরল কিন্তু জটিল রোগ। এটি সাধারণত চোয়াল ও মুখের হাড়ে প্রভাব ফেলে এবং সময়মতো চিকিৎসা না হলে স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা তৈরি করতে পারে। এর চিকিৎসার মধ্যে অস্ত্রোপচার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
স্পর্শিয়া সমর্থক, ভক্ত এবং বন্ধুবান্ধবদের কাছে বিনীতভাবে প্রার্থনা করেছেন, যেন তার অস্ত্রোপচার সফল হয় এবং দ্রুত আরোগ্য লাভ করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট প্রকাশের পর থেকে অনুরাগী ও সহকর্মীরা তাকে সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানাচ্ছেন। অ্যামেলোব্লাস্টোমার চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বিশেষজ্ঞদের তত্ত্বাবধান বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।