Ridge Bangla

রোববার ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) আয়োজিত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগামী রোববার (১২ অক্টোবর) ইতালির রোমে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “ড. মুহাম্মদ ইউনূস আগামী রোববার রোমের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি বিশ্ব খাদ্য কর্মসূচির গুরুত্বপূর্ণ সেশন ও আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। এছাড়া, উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।”

প্রেস সচিব আরও জানান, এই সফর চলাকালে প্রধান উপদেষ্টা খাদ্য নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা ও দারিদ্র্য দূরীকরণের বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ও অন্যান্য দেশগুলোর অভিজ্ঞতা ও উদ্যোগ তুলে ধরবেন।

ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যেই দেশের বিভিন্ন উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সফর তার আন্তর্জাতিক কার্যক্রমে আরও সম্প্রসারণ করবে এবং বাংলাদেশের প্রতিনিধিত্বকে শক্তিশালী করবে। এছাড়া সফরের সময় বিভিন্ন উচ্চ পর্যায়ের সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের অগ্রগতি নিয়ে আলোচনার সুযোগ হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৭

আরো পড়ুন