Ridge Bangla

রাজশাহী, পাবনা ও বগুড়ায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

দেশের তিন জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এসময় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সকাল পর্যন্ত রাজশাহী, পাবনা ও বগুড়া জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব জেলার নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে অধিদপ্তরের অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এ ছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। নদীবন্দরগুলোর জন্য এ ধরনের সতর্ক সংকেত সাধারণত স্বল্পমেয়াদি ঝড় বা বজ্রঝড়ের পূর্বাভাস বোঝায়। তাই নদীপথে চলাচলকারী নৌযানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন