Ridge Bangla

প্রথম বিলিয়নেয়ার ফুটবলার হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

আর্থিক তথ্য ও গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গের মতে, ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল জগতের প্রথম বিলিয়নেয়ার খেলোয়াড়। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তাদের সম্পদের উপর ভিত্তি করে রিপোর্ট করে থাকে ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স। সংস্থাটি প্রথমবারের মতো ৪০ বছর বয়সী পর্তুগিজ এই আল-নাসর স্ট্রাইকারের সম্পদ পরিমাপ করেছে।

তাদের মূল্যায়নে ক্যারিয়ারের আয়, বিনিয়োগ এবং অনুমোদনের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের তথ্যমতে, রোনালদোর মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার (১.০৪ বিলিয়ন পাউন্ড)।

এতে বলা হয়েছে যে তিনি ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি বেতন পেয়েছেন এবং চুক্তি ও স্পনসরশিপের মাধ্যমে তার রিপোর্ট করা আয় ভেঙে দিয়েছেন। এর মধ্যে নাইকির সাথে এক দশক ধরে প্রায় ১৮ মিলিয়ন ডলার (১৩.৪ মিলিয়ন পাউন্ড) বার্ষিক চুক্তিও রয়েছে।

২০২২ সালে রোনালদো সৌদি প্রো লীগে আল-নাসর ফুটবল ক্লাবে যোগ দেন। ওই সময় পৃথিবীর সবার চেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার ছিলেন তিনি।

ব্লুমবার্গের মতে, আর্জেন্টিনা এবং ইন্টার মিয়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি ক্যারিয়ারে কর-পূর্ব বেতন হিসেবে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি (৪৪৭ মিলিয়ন পাউন্ড) আয় করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৬৩

আরো পড়ুন