বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দাবি করেছেন, ইসরায়েলি দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। বুধবার (৮ অক্টোবর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্র শিল্পী ও লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর সহায়তায় গাজায় গণহত্যা চালানো হচ্ছে।”
তিনি তার সহকর্মী ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। জানা গেছে, তিনি ‘কনশান্স’ নামের একটি জাহাজে অবস্থান করছিলেন। এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েলি সেনারা তাদের কনভয়ে হামলা চালায় এবং গাজামুখী একাধিক জাহাজ আটক করে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, সেনারা অন্তত দুটি নৌকায় উঠে পড়ে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানায়, ভোরে গাজা উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে সানবার্ডস, আলা আল-নাজ্জার ও আনাস আল-শরীফ নামের তিনটি জাহাজে হামলা চালিয়ে যাত্রীদের আটক করা হয়।
‘কনশান্স’ জাহাজেও আক্রমণ হয় বলে দাবি করা হয়েছে। এতে সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীসহ ৯০ জনের বেশি যাত্রী ছিলেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, জাহাজগুলোতে গাজার হাসপাতালগুলোর জন্য ১ লাখ ১০ হাজার ডলারের বেশি মূল্যের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ছিল।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানায়, আইনি অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে এবং আটক জাহাজগুলোকে বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তারা আরও জানায়, সব যাত্রী সুস্থ আছেন এবং দ্রুত তাদের দেশত্যাগের নির্দেশ দেওয়া হবে।