Ridge Bangla

বাজারে কমলো এলপি গ্যাসের দাম

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১ হাজার ২৪১ টাকা। আগে এই দাম ছিল ১ হাজার ২৭০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ভোক্তাদের খরচ কমলো ২৯ টাকা।

শুধু গৃহস্থালি ব্যবহারেই নয়, পরিবহন খাতেও স্বস্তি এসেছে। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম কমায় এ সমন্বয় আনা হয়েছে। সৌদি আরামকোর ঘোষিত অক্টোবর মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী প্রোপেনের দাম ধরা হয়েছে প্রতি টন ৪৯৫ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৪৭৫ ডলার। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরা হলে গড় দাম দাঁড়ায় প্রতি টন ৪৮২ ডলার। এর ভিত্তিতেই দেশে এলপি গ্যাস ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসেও গ্যাসের দাম কমানো হয়েছিল। তখন এলপি গ্যাসের দাম কমানো হয় প্রতি সিলিন্ডারে ৩ টাকা এবং অটোগ্যাসে লিটারপ্রতি ১৩ পয়সা। নিয়ন্ত্রক সংস্থার মতে, বিশ্ববাজারে গ্যাসের দামের পরিবর্তন মাসে মাসে প্রভাব ফেলে দেশের বাজারে। তাই আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমাসে ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয় করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন