শিক্ষককে মানুষ গড়ার কারিগর আখ্যা দিয়ে তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সম্মান নিশ্চিতের গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত মহাসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, “মানুষ গড়ার কারিগর শিক্ষকদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অতীতের সাফল্য থেকে শিক্ষা নেওয়া এবং ব্যর্থতা বর্জন করাই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি জোর দিয়ে বলেন, জ্ঞান ও বিজ্ঞানে বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য। আর এই কাজে শিক্ষকই প্রধান হাতিয়ার। যদি সেই হাতিয়ার দুর্বল হয় তবে রাষ্ট্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব নয়।
তারেক রহমান প্রতিশ্রুতি দেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে। শিক্ষকদের সম্মান ও আর্থিক নিরাপত্তা সামর্থ্য অনুযায়ী নিশ্চিত করা হবে। একই সঙ্গে ধাপে ধাপে শিক্ষকদের জাতীয়করণও করা হবে।
তিনি আরও বলেন, “শিক্ষক ও শিক্ষার মানোন্নয়নে আমরা সুনির্দিষ্ট ও বাস্তবধর্মী পরিকল্পনা হাতে নিয়েছি। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করতে হবে।”
শিক্ষকদের সব দাবি-দাওয়ার প্রতি বিএনপির নীতিগত সমর্থন রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না হলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ সময় তিনি আগামী নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।