Ridge Bangla

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

আন্তর্জাতিক অঙ্গনে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করল বাংলাদেশ। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে দেশটি। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাপানকে ৩০–২৭ ভোটে পরাজিত করে বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হয়। এ প্রতিদ্বন্দ্বিতায় শুরুতে কোরিয়া ও ভারতও প্রার্থী ছিল, তবে পরবর্তী ধাপে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

ফারুকী লিখেছেন, “ব্রেকিং নিউজ! ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাপানকে হারিয়ে আমরা এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছি।”

আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের প্রায় সব দেশ এতে অংশ নেবে। সভাপতির দায়িত্ব পাওয়া মানে কেবল সভা পরিচালনা নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও প্রভাবের বহিঃপ্রকাশ।

বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোতে সভাপতির দেশ হিসেবে বাংলাদেশ ভূমিকা রাখতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বাংলাদেশের কূটনৈতিক অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান আরও সুদৃঢ় করবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিল। ছয় বছর পর আবারও এই পদ লাভ দেশটির কূটনৈতিক ধারাবাহিক সাফল্যের প্রমাণ বহন করছে। এ অর্জনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪১

আরো পড়ুন