Ridge Bangla

অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হোক, তা দেশের মানুষ চায় না: হারুন অর রশিদ

বাংলাদেশে কোনো অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হোক, তা দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও সুনির্দিষ্ট রোড ম্যাপ’ ঘোষণার দাবিতে আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশকে ঘিরে এখন নানামুখী আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। যদি নির্বাচন বিলম্ব হয়, সেই ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে। বিচারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। বিএনপিকে পরিকল্পিতভাবে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা চলছে। কিন্তু যারা ইতিহাস ভুলে ষড়যন্ত্র করে, তাদের পরিণতি একদিন হাসিনার মতোই হবে—পালাতে হবে দেশ ছেড়ে।”

অনুষ্ঠানে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণতন্ত্র ফোরামের বিভিন্ন নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন।

আরো পড়ুন