Ridge Bangla

ঝড় তুলেছে ‘কান্তারা চ্যাপ্টার ১’, বক্স অফিসে আয় ২২৩ কোটি

দক্ষিণ ভারতের কন্নড় সুপারস্টার রিশভ শেঠি পরিচালিত এবং অভিনীত সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’ মুক্তির পর থেকে দর্শক মহলে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। সিনেমা হলগুলো যেন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্বোধনী সপ্তাহান্তে সিনেমাটি দেশীয় বক্স অফিসে ২২৩.২৫ কোটি রূপি আয় করে এক বড় মাইলফলক স্পর্শ করেছে।

তবে এই সাফল্যের মধ্যে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তামিলনাড়ুর ডিন্ডিগুলে। একটি সিনেমা হলে এক দর্শক ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর লোকনৃত্য ‘ভূতা কোলা’-এর প্রদর্শনের সময় সিনেমার দেবতা চরিত্র ‘দাইভা’-র বেশ ধারণ করে হলের ভিতরে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীদের বারবার অনুরোধ উপেক্ষা করে ওই ব্যক্তি নাট্যাভিনয় করে হাত-পা নেড়ে ওঠানামা করতে থাকেন।

হলভর্তি দর্শকরা এই আচরণ দেখে অবাক হন। যদিও কিছু দর্শক একে সিনেমার প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে দেখছেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নেটিজেনরা মনে করছেন, ‘দাইভা’ কোনো সাধারণ চরিত্র নয়; এটি একটি পবিত্র আচার, যা কেবল নির্দিষ্ট সম্প্রদায়ের অভিজ্ঞ ও নিয়মিত অনুশীলনকারীরাই পালন করতে পারেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন